
Baseus Chill Deals
Baseus TWS E3 True Wireless Earphones Bluetooth 5.0 Headphones NGTW080001
Baseus Power Bank Adaman 22.5w 20000Mah PPAD000101 Metal Digital Display Quick Charge Power Bank
বাজেট আসে বাজেট যায়; কিন্তু ই-কমার্স খাত বার বার উপেক্ষিতই থেকে যায়। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা হলেও উল্লেখযোগ্য খাতটিকে তেমন গুরুত্বের মধ্যে আনা হয়নি। এবারের বাজেটে ই-কমার্স খাতে সুসংবাদের চেয়ে দুঃসংবাদই বেশি বলেই মনে করছেন ব্যবসায়ীরা। বাজেটে এবারও উপেক্ষিত থেকে গেছে খাতটি।
এবারের বাজেট প্রস্তাবেও ই-কমার্স ব্যবসায়ীদের আকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ভ্যাট কমানোর বিষয়ে কিছুই বলা হয়নি। ই-কমার্স ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে, সেগুলো কোনো কাজেই আসবে না তাদের। কেননা গত ৫/৬ বছর ধরেই অর্থ মন্ত্রণালয়ে ই-কমার্স খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। এমন কি বিবেচনাও করা হয়নি। এবারও উপেক্ষিত থেকে গেছে ই-কমার্স নিয়ে বাজেট। তাই এবারেরও বাজেটে এই খাতের উন্নয়ন বা সুবিধা হবে না বলেছেন ব্যবসায়ীরা।
এছাড়াও ভ্যাটের বিষয়টিও খুবই হতাশাজনক। কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, ই-কমার্স ব্যবসায় ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল গত ৩ বছর আগে। ব্যবসায়ীরা প্রতিবছর এই কর বাতিল চেয়েছেন। কিন্তু বাজেটে সেটা বিবেচনা করা হয়নি। এমনকি ডেলিভারি সার্ভিস ফির ওপর এখন ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ই-কমার্স সংশ্লিষ্টরা এটাকে ৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন। সেটাও বিবেচনায় নেয়নি।