
Baseus Chill Deals
Baseus 20w charger CCXJ-01 Compact Super Quick Charger Dual Port U+C CN Black
BASEUS Full Frame Camera Lense Protector For Iphone 15 Pro 15 Pro Max 2Pcs Crystal Series -P6001205T201-02
নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস সিরিজ ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে স্যামসাং। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সংবলিত গ্যালাক্সি এস২৩ আনছে—এমন গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে আরো দুটি মডেল আসার অপেক্ষায় রয়েছে। এগুলো হলো গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস। আশা করা হচ্ছে, প্রাথমিকভাবে মডেল দুটির ক্যামেরা প্রসেসর থাকবে ১০৮ মেগাপিক্সেল। বাজারে আসার অপেক্ষায় থাকা তিনটি মডেলেরই পেছনে একাধিক ক্যামেরা সেন্সর রয়েছে।
টেকনিজো একটি নতুন কনসেপ্টের ভিডিও দেখিয়েছে, যাতে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা মডিউল কেমন হতে পারে তা উঠে এসেছে। খবর গিজমোচায়না।
টেকনিজো জানায়, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা সিরিজে ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচএমওয়ান আইসোসেল সেন্সর যুক্ত করা হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্রসেসর রাখা হয়েছে, যার এক ক্যামেরার সর্বোচ্চ রেজুলেশন ২০০ মেগাপিক্সেল।