
Baseus Chill Deals
Baseus Car Charger GoTrip Series Dual Output 1xType-c PD 1x USB A 30W Cosmic Black C00072300123-00
Baseus Charger 20W For Apple Iphone 14 13 12 11 Series GaN5 Fast Charger 1C CN Adapter Black CCGP130001
নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস সিরিজ ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে স্যামসাং। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সংবলিত গ্যালাক্সি এস২৩ আনছে—এমন গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে আরো দুটি মডেল আসার অপেক্ষায় রয়েছে। এগুলো হলো গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩ প্লাস। আশা করা হচ্ছে, প্রাথমিকভাবে মডেল দুটির ক্যামেরা প্রসেসর থাকবে ১০৮ মেগাপিক্সেল। বাজারে আসার অপেক্ষায় থাকা তিনটি মডেলেরই পেছনে একাধিক ক্যামেরা সেন্সর রয়েছে।
টেকনিজো একটি নতুন কনসেপ্টের ভিডিও দেখিয়েছে, যাতে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা মডিউল কেমন হতে পারে তা উঠে এসেছে। খবর গিজমোচায়না।
টেকনিজো জানায়, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা সিরিজে ২০০ মেগাপিক্সেল স্যামসাং এইচএমওয়ান আইসোসেল সেন্সর যুক্ত করা হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্রসেসর রাখা হয়েছে, যার এক ক্যামেরার সর্বোচ্চ রেজুলেশন ২০০ মেগাপিক্সেল।