চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স গত এপ্রিলে তাদের হট সিরিজের নতুন দুটি ফোন উন্মােচন করেছিল। এবার প্রতিষ্ঠানটি একই সিরিজের নতুন আরেকটি ফোন বাজারে নিয়ে এসেছে। মডেলের নাম ‘ইনফিনিক্স হট ১২ প্লে’। ফোনটিতে ৬ জিবি র্যামের সাথে থাকছে ৫ জিবি এক্সটেন্ডেড র্যাম ।
ফোনটিতে থাকছে ৬.৮২ ইঞ্চির আইপিএস টিএফটি ডিসপ্লে। এইচডি প্লাস থাকায় ৭২০ বাই ১৬১২ পিক্সেলের ভিডিও দেখা যাবে। ঝকঝকে ছবি ও ভিডিও দেখতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধা।
ইনফিনিক্স তাদের নতুন এই ফোনে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপসেট যুক্ত করেছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১২। ৬ জিবি র্যামের সাথে ৫ জিবি এক্সটেন্ডেড র্যাম থাকায় ১১ জিবি র্যামের সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে ১২৮ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ আরও বাড়ানো যাবে।