Technews, Uncategorized

বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না যে ইয়ারফোন

তারবিহীন ইয়ারফোন এখন জনপ্রিয়তার শীর্ষে। তাই বিশ্বের সব গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোই আনছে ওয়্যারলেসবিহীন ইয়ারফোন। এবার হুয়াওয়ে নিয়ে এলো তাদের নতুন ইয়ারফোন হুয়াওয়ে ফ্রি বাডস ৫আই। এটি গত বছরে লঞ্চ হওয়া হুয়াওয়ে ফ্রি বাডস ৪আই ইয়ারফোনের উত্তরসূরী।

টাচ কন্ট্রোল সাপোর্টসহ আসা নতুন এই ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার। সংস্থার মতে, এর প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৫৫ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪১০ এমএএইচ ব্যাটারি। এএনসি ফিচার বন্ধ থাকলে এটি ২৮ ঘন্টা এবং এএনসি ফিচার চালু থাকলে এটি সাড়ে ১৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি, ইয়ারবাডগুলি এক ঘন্টায় চার্জ হয়ে যাবে। কিন্তু এর চার্জিং কেস চার্জ হতে সময় লাগবে ১১০ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *