চিত্রনাট্য পরিচালক কাজল আরেফিন অমির সময়ের সব চেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট । একে একে ৩টি সফল সিরিজ শেষ করার পর এই মুহুর্তে নাটক ৪র্থ সিজন চলছে ইউটিউব চ্যানেল ধ্রুবতে ।
সপ্তাহের শুক্র,শনি,রবি এই ৩দিন নাটকটি ইউটিউব এবং টেলিভিশন চ্যানেলে যোথভাবে প্রচার করা হয় । অত্যাধিক দর্শক জনপ্রিয়তা থাকার কারণে প্রতিটি পর্ব ই মিলিয়ন মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায় কয়েক মুহুর্তের মধ্যেই ।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা নাটকটির বিজ্ঞাপনের চাহিদাও অনেক ।তাই অনেক বড় বড় কোম্পানী গুলোও চাইছে তাদের বিজ্ঞাপন নাটকটিতে প্রচার করার জন্য । ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন ৩ পুরোটাই স্পন্সর করেছিল বিতর্কিত ই-কমার্স সাইট ইভ্যালি ।
ক্রেতা ,বিক্রেতা সহ অনেক মানুষের বিপুল পরিমাণ টাকা মেরে দেয়ার কারণে ইভ্যালির মালিক রাসেল কে ইতিমধ্যে প্রতারণার কারণে পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে । ব্যাচেলর লাইফের বিভিন্ন ঘটনা নিয়ে নাটক নিয়ে নির্মিত হলেও ইভ্যালির মালিক রাসেল এবং তার প্রতিষ্ঠানের কর্মকান্ডকে পুঁজি পরিচালক কাজল আরেফিন অমি তার ৪র্থ সিজন প্রচার করে আসছেন বলে দর্শক রা মনে করেন ।
আর এই দাবী আরো জোরালো হয় গত সোমবার পরিচালক অমি তার ভেরিফাইড ফেসবুক পেইজে ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম চরিত্র বাচ্চুর একটি ছবি শেয়ার করার মাধ্যমে ,যেখানে দেখা যায় লগেআছি.কম মালিকের এমডী গ্রেফতার বলে তিনি ছবিটি পোষ্ট করেন । যে কোম্পানীর টাকায় পুরো একটি সিজন চলেছে সেই তাদের কে নিয়ে কেন নাটক বানালেন অমি সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলো পোস্টের কমেন্টে ।

ছবিটির কমেন্টে পড়ে জানা গেলো ইভ্যালির মালিক মোঃ রাসেল অন্যান্য গ্রাহকদের মত ব্যাচেলর পয়েন্ট নাটকেরও বিজ্ঞাপনের টাকা পরিশোধ করেন নি , এরকম ওয়েবসাইটে যেন কেউ লোভে পড়ে টাকা বিনিয়োগ না করে যার কারণে জনসচেতনেতার জন্য তিনি নাটক টি নির্মাণ করেছেন বলে দর্শক রা মনে করে ।
এ বিষয়ে জানার জন্য পরিচালক অমির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়নি কারণ নিজের খেয়ে বনের ছাগল তাড়ানোর সময় এই রিপোর্টারের নেই ।
(ফান পোষ্ট )