বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পাবজি গেম। এতোদিন এই গেমটি খেলার জন্য স্মার্টফোন দরকার হতো। কিন্ত এখন থেকে চাইলে ফিচার ফোনেও খেলা যাবে পাবজি। স্মার্টফোনের সকল সুবিধা নিয়ে এমনই এক ফিচার ফোন বাজারে নিয়ে এসেছে চীনের মোবাইল-ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শিন এফ২১ প্রো প্লাস।
ফোনটির ডিজাইন অন্যান্য ফিচার ফোনের মতোই। তবে ফোনটিকে ফিচার ফোন বললে ভুল বলা হবে। কারণ কিপ্যাড থাকা সত্ত্বেও এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টাচস্ক্রিন। ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির টিএফটি আইপিএ এলসিডি ডিসপ্লে, রোদের আলোতে বেশ ভালো দেখা যাবে।