
Baseus Chill Deals
Baseus Charger 20W For Apple Iphone 14 13 12 11 Series GaN5 Fast Charger 1C CN Adapter Amber Orange CCGP170007
BASEUS Blind Spot Mirror For Car Backseat Rearview Mirror With Safety Hammer -C11537200111-00
গ্রামের স্বভাব ঢাকায় কাজে লাগাতে গিয়ে গ্রেফতার হলেন আফ্রীদি নামের এক যুবক। জাহাঙ্গির গেইট থেকে ফার্মগেটের দিকে যেতে প্রধানমন্ত্রী কার্যালয়ের রাস্তার পাশে আম গাছে ঢিল ছুঁড়ে সে ।
আফ্রীদি কে গ্রেফতার করার পর তিনি জানান ” রাস্তার পাশের টশ টশে পাকা আম দেখে তিনি লোভ সামলাতে পারেন নি , তাই তিনি গাছে ঢিল মেরেছেন ।
খোঁজ নিয়ে জানা গেছে গ্রামের রাস্তার পাশে আম গাছে ঢিল মারার কারণে তাকে এলাকাবাসী গ্রাম ছাড়া করেছে কয়েক বার ।
এ দিকে ঢিল কে নাশকতা বস্তু মনে করে আইন শৃঙ্খলাবাহীনি আফ্রীদি কে ধাওয়া দেয় , কিন্ত সে দৌড় না দিয়ে দাঁড়িয়ে থাকে । সে এসএসএফ দেখেও কেন দৌড় দেয়নি জিজ্ঞেস করা হলে ,উত্তরে আফ্রীদি বলে” আমি ভেবেছিলাম ঢিল মারার যে আম গুলো পড়েছিল আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা সেগুলো তার জন্য কুড়িয়ে এনে তাকে দিতে এসছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফ্রীদিকে আম গাছের সাথে বেঁধে রাখা হয়েছে বলে জানা গেছে ।
বিঃদ্র –এটি একটি ফান পোষ্ট ,পোষ্টের সাথে বাস্তবতার কোন মিল নেই ।
[bdp_masonry]
2 thoughts on “প্রধানমন্ত্রী কার্যালয়ের আম গাছে ঢিল মেরে গ্রেফতার বরিশালের আফ্রীদি”
I needed to thank you for this excellent read!! I definitely loved every little bit of it. Ive got you saved as a favorite to look at new stuff you postÖ
Very nice article. I definitely appreciate this site. Keep it up!