গ্রামের স্বভাব ঢাকায় কাজে লাগাতে গিয়ে গ্রেফতার হলেন আফ্রীদি নামের এক যুবক। জাহাঙ্গির গেইট থেকে ফার্মগেটের দিকে যেতে প্রধানমন্ত্রী কার্যালয়ের রাস্তার পাশে আম গাছে ঢিল ছুঁড়ে সে ।
আফ্রীদি কে গ্রেফতার করার পর তিনি জানান ” রাস্তার পাশের টশ টশে পাকা আম দেখে তিনি লোভ সামলাতে পারেন নি , তাই তিনি গাছে ঢিল মেরেছেন ।
খোঁজ নিয়ে জানা গেছে গ্রামের রাস্তার পাশে আম গাছে ঢিল মারার কারণে তাকে এলাকাবাসী গ্রাম ছাড়া করেছে কয়েক বার ।
এ দিকে ঢিল কে নাশকতা বস্তু মনে করে আইন শৃঙ্খলাবাহীনি আফ্রীদি কে ধাওয়া দেয় , কিন্ত সে দৌড় না দিয়ে দাঁড়িয়ে থাকে । সে এসএসএফ দেখেও কেন দৌড় দেয়নি জিজ্ঞেস করা হলে ,উত্তরে আফ্রীদি বলে” আমি ভেবেছিলাম ঢিল মারার যে আম গুলো পড়েছিল আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা সেগুলো তার জন্য কুড়িয়ে এনে তাকে দিতে এসছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফ্রীদিকে আম গাছের সাথে বেঁধে রাখা হয়েছে বলে জানা গেছে ।
বিঃদ্র –এটি একটি ফান পোষ্ট ,পোষ্টের সাথে বাস্তবতার কোন মিল নেই ।
[bdp_masonry]